গোলাম রব্বানী টিটু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ২৮ বছর শিক্ষকতা পেশা শেষ করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনজুরুল হক।
তিনি স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করে ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা দিয়ে বলেন আমি ২৮ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে সদ্য অবসর নিয়েছি। আমার অনেক শিক্ষার্থী সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত,অনেকেই প্রবাসী, আবার অনেকেই সমাজে প্রতিষ্ঠিত হয়ে সামাজিক কাজে দায়িত্ব পালন করে আসছে। আমার শিক্ষকতা পেশায় থাকাকালীন বহু অভিভাবকের সাথে পরিচয় হয়েছে। আমি নির্বাচিত হলে শিক্ষা বান্ধব ঝিনাইগাতী উপজেলা হিসাবে গড়ে তুলে অন্যায় দূর্নীতি প্রতিরোধে কাজ করবো বলে সকলের সহযোগিতা চান।
তিনি আরো বলেন, গারো পাহাড়ের পাদদেশে আমার চাকরি জীবন অতিবাহিত করেছি দলমত নির্বিশেষে আমাকে সবাই সমর্থন দিবে। এসময় ঝিনাইগাতী উপজেলায় কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।