নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে কোলের শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এ ঘটনায় একটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে সর্বমহলে।
রোববার (২৫ ফেব্র“য়ারি) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা মা ছেলে কিনা এখনো বিষয়টি নিশ্চিত নয়। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
তিনি আরো জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন কলেজ রোড রেলক্রসিং এলাকায় আসতেই এক অজ্ঞাত নারী (৩০) ও তার কোলে থাকা এক ছেলে শিশু (২) কে নিয়ে ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ও পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কালো বোরকা পড়া এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় একটি ট্রেন কাছাকাছি আসতেই ওই নারী তার কোলে থাকা একটি শিশুকে নিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়।