নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টায় কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে ৮টি গরু পুড়ে মারা গেছে। সোমবার রাতে উপজেলার আসমা গ্রামে এ আগুন লাগার ঘটনা ঘটে।

এসময় গোয়াল ঘরে থাকা ৮টি গরু পুড়ে মারা যায়। তবে এ ঘটনায় পূর্ব বিরোধ থাকা প্রতিবেশীদের দায়ী করছেন গরুর মালিক।

পুলিশ ও স্থানীয়রা জানান, আসমা গ্রামের শেখ হাবিবুর রহমান ও শেখ আতিকুর রহমান দুই ভাই তাদের আটটি গরু একই গোয়ালে রাখেন। সোমবার রাতে হঠাৎ গোয়ালে আগুন দেখতে পান তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নেভাতে চেষ্টা চালায়। তবে গোয়ালে শুকনো খড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসেন। ততক্ষণে গোয়ল ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে থাকা থাকা আটটি গরু পুড়ে মারা যায়।

গরুর মালিক দুই ভাই ধারণা করছেন- প্রতিবেশী কয়েকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এসব নিয়ে আদালতে মামলাও চলমান আছে। তারাই শত্র“তা করে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রতিবেশী যাদের সাথে পূর্ববিরোধ রয়েছে এ ঘটনায় তাদের হাত আছে বলে সন্দেহ করছেন ভুক্তভোগীরা। যদি এমনটা হয় তাহলে তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও কম্বল দেওয়া হয়েছে। তাদের আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।