নিজস্ব সংবাদদাতা : নেত্রকোনায় বিভিন্ন কারখানা ও বেকারিতে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় অপরিচ্ছন্ন পরিবেশ ক্ষতিকর রাসায়নিক ব্যবহারসহ নানা অব্যবস্থাপনার দায়ে একটি মুড়ির কারখানা ও একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সদরের রাজেন্দ্রপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অনিয়মের দায়ে নেত্র ফুড প্রোডাক্টস ও এসএস ফুড প্রোডাক্টসকে এ জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেত্রকোনা জেলা কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
এসময় তার সঙ্গে ছিলেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ নেত্রকোনা জেলা পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান জানান, বেকারি ও মুড়ি কারখানায় অভিযানে দেখা যায় চরম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানগুলোর খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজের ব্যবহারসহ নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়। পরে তাদের প্রত্যেককে ১ লাখ করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।