ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন দাবিতে আকবর কটন মিলের শ্রমিকরা মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জামিরদিয়া আইডিয়ালমোড় এলাকায় প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। এতে, মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে, ভোগান্তিতে পড়ে ওই সড়কে যাতায়তকারী নারী, শিশু-বৃদ্ধসহ যাত্রী সাধারণ।
আন্দোলনরত শ্রমিক, পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে অবস্থিত আকবর কটন মিল নামের ওই কারখানাটির অবস্থান এবং কারখানাটির ষ্পিনিং, টেক্সটাইল ও কটন সেকশনে ৭শত শ্রমিক কর্মরত। তাদের গত জানুয়ারী মাসের বেতন বকেয়া পড়েছে। এদিকে, শ্রমিকরা বকেয়া বেতন দেয়ার জন্য কারখানা কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে আসছিলেন এবং বকেয়া বেতন দেয়ার জন্যে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি। সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারী শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু ওই তারিখেও বেতন না দেয়ায় শ্রমিকরা বকেয়াসহ চলতি মাসের বেতন দাবিতে গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আইডিয়ালমোড় এলাকায় নেমে আসে এবং প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে, পুলিশের মধ্যস্থায় ও উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ আজ বুধবার (২৮ বুধবার) কারখানার টেক্সটাইল সেকশন এবং আগামীকাল বৃহষ্পতিবার (২৯ ফেব্রুয়ারী) কারখানার কটন সেকশনের শ্রমিকদের জানুয়ারী মাসের বকেয়া বেতন প্রদানের ঘোষণা দেয় এবং ষ্পিনিং সেকশনের শ্রমিকদের বেতন পরিশোধ করে দেন। এতে শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ জানান, গত জানুয়ারী মাসের বকেয়া বেতনের দাবিতে আকবর কটন দিলের দুই-আড়াই শত শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ছিলো। পরে, কারখানা কর্তৃপক্ষ বুধবার (২৮ বুধবার) কারখানার টেক্সটাইল সেকশন এবং বৃহষ্পতিবার (২৯ ফেব্রুয়ারী) কারখানার কটন সেকশনের শ্রমিকদের জানুয়ারী মাসের বকেয়া বেতন প্রদানের ঘোষণা এবং ষ্পিনিং সেকশনের শ্রমিকদের বেতন পরিশোধ করে দিলে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।