কেন্দুয়া প্রতিনিধি : বাংলাদেশ আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী জাতীয় সংস্থা কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর ট্রেজারার হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শাহরিয়ার হোসেন খান ফরহাদের শপথ গ্রহণ বৃহস্পতিবার (২৯ ফেব্র“য়ারী) সন্ধ্যায় ।

ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কার্যালয় মাল্টিপারপাস হলরুমে আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর থেকে আগামী তিন বছরের জন্যে সততা, নিয়মানুবর্তিতা, দক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলে তিনি নিশ্চিত করেন মুঠো ফোনে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিসিএস এর প্রতিটি সদস্য যথাযথ অবদান রাখতে বদ্ধপরিকর ও সুদৃঢ় আশাবাদী।

উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান খানের দ্বিতীয় পুত্র শাহরিয়ার হোসেন খান ফরহাদ। তাঁর বাবা ছিলেন একজন কর্পোরেট ব্যক্তিত্ব তথা অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক ও ৪ বারের সিবিএ সভাপতি (নেত্রকোণা জোন)।

এর আগে শাহরিয়ার হোসেন খান ফরহাদ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০২১-২০২৩ মেয়াদি ব্যবস্থাপনা কমিটির জয়েন্ট সেক্রেটারি (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগতভাবে তিনি একজন ব্যাংকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ, যমুনা ব্যাংকে প্রধান কার্যালয়ে এফএভিপি পদে কর্মরত, একটি আইটি প্রতিষ্টানের নির্বাহী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাগত জীবনে তিনি কম্পিউটার সাইন্স, ব্যবসায় প্রশাসন এবং আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।