নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জে পিঠা বিক্রেতা রুবেল মিয়াকে (৪৫) হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম- মো. তুহিন মিয়া (১৯)। সে উপজেলার আদর্শনগর এলাকার মৃত ছাদেক মিয়ার ছেলে। পরে আদালতে সোপর্দ করা হলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তুহিন। এসময় তার সঙ্গে হত্যায় জড়িত থাকা অন্যদের নামও বলেছে। এর আগে বুধবার বিকেলে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আদর্শনগর বাজারে একটি টিনের চালা ঘরে পিঠা বিক্রি করতেন। প্রায়দিনই রাতে বাড়িতে চলে আসতেন। কখনো ওই ঘরের রাতে থেকে যেতেন। রোববার সকালে বাজারের লোকজন রুবেলকে তার চালা ঘরে মৃত অবস্থায় দেখতে পায়। তবে তার গলায় গামছা প্যাচানো ছিল। মুখে আঘাতের চিহ্নি রয়েছে। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন রুবেলের স্ত্রী রিমা আক্তার বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ আরও ৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, আদালতে সোপর্দ করার পর তুহিন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। হত্যায় তার সঙ্গে অংশ নেওয়া অন্য সঙ্গীদের নামও বলেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।