স্টাফ রিপোর্টার: ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খানের নির্দেশে মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন্স এন্ড ইন্টেলিজেন্স শাখার অভিযানে ২৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করাকালে বিকাল ৪.৪৫ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন ৮ নং ওয়ার্ড জোড়বাড়ীয়া রোড পূর্ব মধ্যপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে এ্যাপস্ ব্যবহার করে বিভিন্ন সাইটে অনলাইন জুয়া খেলা পরিচালনা করছে।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জনৈক আঃ খালেকের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করে তল্লাশি করে ২ টি অ্যান্ড্রয়েট মোবাইল ফোন ও অনলাইন জুয়ার বিভিন্ন আইডি ও আলামত সহ প্রমান পায়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ সে নিজে মোবাইল এ্যাপস্রে মাধ্যমে জুয়া খেলে এবং জুয়ার মাষ্টার এজেন্ট হিসাবে খেলা পরিচালনা করে আসছে। পরবর্তীতে ধৃত আসামীকে ফুলবাড়ীয়া থানায় সোপর্দ করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার মামলা নং-০১, তারিখ-০১/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করে।