তারাকান্দা প্রতিনিধি : সঠিক তথ্যে ভোটার হবো স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৬ষ্ঠতম জাতীয় ভোটার দিবস ২০২৪ পালিত হয়েছে। ২ মার্চ সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে তারাকান্দা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা নির্বাচন অফিসার রুম্পা সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রণ ঠাকুর, সহকারী উপজেলা নির্বাচন অফিসার, কামরুজ্জামান, উপজেলা ডাটা এন্ট্রি অপারেটর সুব্রত কুমার চন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। দিবসটি উপলক্ষে সারাদিন উপজেলা নির্বাচন অফিসে সেবাপ্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।