নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২ মার্চ) দুপুরে নগরের বাউন্ডারি রোড এলাকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যানারে এই আনন্দ মিছিল করে তারা।

এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রাকিব হোসেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা আখতারুজ্জামান, আব্দুল্লাহ আল মাসুদ, তানভীর আহমেদ ইমন, শুভ, রিয়াদ, রায়হান প্রমূখ।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদল পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্বে প্রাণের এই সংগঠনটি আগামী দিনে রাজপথে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। সেই সঙ্গে দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মূল্যায়িত হবে বলে আশা করছি।

একই ইস্যুতে আনন্দ মিছিল ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের আহবায়ক ইমরান হোসেন প্রধান এবং সদস্য সচিব আল আমিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এই মিছিল করে।

এর আগে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করে ১ মার্চ (শুক্রবার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত সদস্য বিশিষ্ট ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়।

এরপর থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও আনন্দ মিছিল করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান।