নান্দাইল প্রতিনিধি : 'সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে শনিবার (২ মার্চ) ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নান্দাইল মডেল থানার অফিসার ইন চার্জ আব্দুল মজিদ, উপজেলা সহকারী নির্বাচন অফিসার সালাহউদ্দিন মোহাম্মদ নাঈম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির, কলেজ শিক্ষক অরবিন্দ পাল অখিল প্রমুখ।

উল্লেখ্য ভোটার দিবস উপলক্ষে নান্দাইল উপজেলার ৩০ জন নুতন ভোটারের ছবি তুলে সর্বশেষ ধাপ সম্পন্ন করা হয়।