দুর্গাপুর প্রতিনিধি : ‘‘পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি – তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশিথথ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরের ঐতিহ্যবাহী মহারাজা কুমুদ চন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রফিক,আজিম,ইউনুস,তোফাজ্জল,লেলিন,শাহিন,হারুনসহ অন্যান্য বন্ধুদের উদ্যোগে শনিবার বিকেলে নানা আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এমকেসিএম উচ্চ বিদ্যালয় সহ উল্লেখ্যযোগ্য কয়েকটি উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ এর ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের দুইযোগ পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। শনিবার ওই বিদ্যালয় চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যলি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দুর্গাপুর সদর ইউনিয়নের ফান্দা ভেলি পাহাড়ে গিয়ে শেষ হয়।
পুনর্মিলনী কর্মসূচীর মধ্যে ছিলো, পুরনো শিক্ষার্থীদের সাথে আড্ডা,স্মৃতিচারণ, হাডুডু, ফুটবল, ক্রিকেট খেলাসহ এক আকর্ষনী র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ১ম পুরস্কার ১টি মোবাইলফোন সহ নানা ধরনের পুরস্কার প্রদান করা হয়। এ সময় ওই অনুষ্ঠানে এসে যোগদেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ও পরিচিত বন্ধু শিপার ভূইয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।