মোঃ সাইফুল ইসলাম বাবুল : গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর মডেল একাডেমির ১৩তম বাষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রসুলপুর হাইস্কুল মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মঈনুল হক সরকার, চেয়ারম্যন রসুলপুর ইউনিয়ন পরিষদ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব সাইফুল আলম,সাবেক চেয়ারম্যান রসুলপুর ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করেন মোঃ আমিনুল হক,ক্রীড়া সম্পাদক রসুলপুর মডেল একাডেমি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান, ক্রীড়া সম্পাদক গফরগাঁও উপজেলার আওয়ামী লীগ।

এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গন্য মান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২৪ টি ইভেন্টে ১২০ জন প্রতিযোগী প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। প্রথম, দ্বিতীয়,ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।