আরিফ আহম্মেদ : বাংলাদেশ পুলিশের সম্মানজনক পিপিএম পদক (রাষ্ট্রপতি পুলিশ পদক) পেয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়। এ অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন ১৪৮, ময়মনসিংহ-৩, গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।
তিনি বলেন- পিপিএম বাংলাদেশ পুলিশের সম্মানজনক একটি পদক। সারাদেশের শত শত ওসির মধ্যে প্রতিবছর মাত্র কয়েকজনকে এ পদক দেওয়া হয়ে থাকে। আমাদের গৌরীপুর থানার ওসি এবার পিপিএম পদক পেয়েছেন, আমি গৌরীপুরবাসীর পক্ষ থেকে থাকে অভিনন্দন জানাই। বুধবার বিকালে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।
জানা যায়, পুলিশ সপ্তাহ উপলক্ষে এবার ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশসংনীয় ভূমিকার জন্য এ পদক দেওয়া হয়ে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম (বার) পিপিএম এ পদক তুলে দেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- যে কোন পুরষ্কার প্রাপ্তি আনন্দ ও সম্মানজনক। পদক দ্বায়িত্ব ও কর্তৃব্যকে আরও বাড়িয়ে দেয়। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে সবসময় মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এসময় তিনি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।