ধোবাউড়া প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ধোবাউড়া সরকারি আর্দশ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।

এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) শাহ মোঃ জুবায়ের, থানার ওসি চান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, অধ্যক্ষ হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত উসমান, মোস্তফা কামাল হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার, মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, প্রাণীসম্পদ কর্মকর্তা সাবরিনা শারমিন সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এসকে হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে ৭ মার্চের উপর ভাষণ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা পাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।