ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ আলোচনা সভায় ববন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে মন্তব্য করেন শেরপুর তিন আসনের নবনির্বাচিত এমপি এ,ডি,এম শহিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সকলের সহযোগিতা চেয়ে বীর মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন অব্যাহত রেখে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা বিনির্মাণে শপথ নেওয়ার আহব্বান রেখে জোট সরকারের সমালোচনা করেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাজ্ঞলি জানানো হয়। পরে এক বিশেষ মোনাজাত শেষে উপজেলার হল রুমে দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঐতিহাসিকে ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, ওসি বছির আহাম্মেদ বাদল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষধের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, যুব লীগের সাধারণ সম্পাদক শাহা আলম, দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, জাসদ সাধারণ সম্পাদক এ,কে,এম সামেদুল হক,সাংবাদিক গোলাম রব্বানী-টিটু প্রমুখও। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ,জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।