গৌরীপুর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধার নাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে ৭ মার্চ উপলক্ষে প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

চিত্রাংকন ও ভাষণে বিজয়ীরা হলো- চিত্রাংকন ক গ্রুপে- ১ম অর্পিতা তাহারাত ইমু, ২য় আরশিয়া নাজাফাত শিমু, খ গ্রুপ- সুজানা রহমান নাবা, ২য় সেজুথী আক্তার, ৩য় ইসরাত জাহান ত্বহা।

ভাষণে ক গ্রুপে ১ম মাহজাবীন ফেরদৌস অপ্সরা, ২য় ফাহিম শাহরিয়ার, ৩য় নাজিরুল আমিন, খ গ্রুপে- ১ম মাহাদী হাসান জীম, ২য় নুসরাত জাহান লামিয়া ও ৩য় মহিন উর রশিদ।