হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে জুগলী গ্রামে রাতের আধারে কীটনাশক প্রয়োগ করে এক কৃষককের রোপনকৃত ৬৫ শতক জমির বোরো ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভোক্তভোগী কৃষক আক্কাছ আলী বাদী হয়ে হালুয়াঘাট থানায় ১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে ও ভোক্তভোগী রসাইতলা এলাকার মনির উদ্দিন এর পুত্র কৃষক আক্কাছ আলী বলেন, ৩ মার্চ সন্ধ্যার পর আমার স্ত্রী ওয়ারিশ সূত্রে তার বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে ৬৫ শতক জমি পায়। বিবাদী জুগলী গ্রামের মৃত খেচু মিয়ার পুত্র হেলাল উদ্দিন হেলুর সাথে আমার শ্যালক এর সাথে বিরোধ ছিলো। সেই বিরোধের জেরে হেলাল উদ্দিন হেলু আমার জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দিয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
এ বিষয়ে বিবাদী হেলাল উদ্দিন হেলুর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
হালুয়াঘাট থানার ওসি মো. মাহাবুবুল হক বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।