স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ১২ টায়। শেষ মুহূর্তে প্রচারে বৃহস্পতিবার ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। আর ভোটাররাও অপেক্ষার প্রহর গুনছেন ভোটের দিনের জন্য। আর সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি থাকার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার মিছিল, শোডাউন, গণসংযোগ ও সমাবেশসহ প্রার্থীরা ভোটারদের কাছে শেষ মুহূর্তে আরেকবার ভোট প্রার্থনা ও দোয়া চেয়েছেন। ছক কষে ওয়ার্ড, পাড়া ও মহল্লা থেকে শুরু করে পরিবার ও ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছে প্রার্থীরা। এলাকার উন্নয়ন ও সমস্যার সমাধানসহ দিয়েছেন নানান প্রতিশ্র“তি। প্রার্থীদের কেউ একবার, কেউবা শেষবারের মতো এলাকাবাসীর সেবা করার সুযোগ চেয়ে ভোট প্রার্থনা করেছেন।
তফসিল ঘোষণার পর থেকে প্রচারে থাকা প্রার্থীরা জানান, ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। জয়ের ব্যাপারে সবাই শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। ভোটাররা জানান প্রত্যেক প্রার্থীই একাধিকবার তাদের কাছে ভোট চাইতে এসেছেন। বিচার বিবেচনায় এদের মধ্যে যাদের যোগ্য ও ভালো মনে করবেন এবং আস্থা রাখা যায় এমন প্রার্থীকেই তারা ভোট দিয়ে বিজয়ী করবেন। একই সাথে স্থানীয় ভোটাররা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি টেবিল ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে জানান, গত মেয়াদে নগরের উন্নয়ন সহ নগরবাসীর জন্য যেসব কর্মকাণ্ড করেছেন ৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটাররা তার মূল্যায়ন করবেন। তিনি আরো বলেন সামনের নির্বাচনে জনগণ যদি তাকে সেবা করার সুযোগ দেন তাহলে নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্তসহ পরিকল্পিত ও উন্নত সমৃদ্ধ নগরী গড়ে তুলবেন।
ময়মনসিংহ সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাতি প্রতীকের মেয়র প্রার্থী এডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু জানান, নগরবাসি পরিবর্তন চায়। নগরবাসীর এই চাওয়ার প্রেক্ষিতে আগামী নির্বাচনে পরিবর্তনে বিশ্বাসী ভোটাররা তাকেই বেছে নেবেন বলে জানান।
মেয়র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি ঘোড়া প্রতীকের এহতেশামুল আলম বলেন, নির্বাচনের পরিবেশ ভালো থাকবে ও সুন্দর থাকবে আচরণ বিধি মেনেই আমরা কাজ করছি। সিটি করপোরেশন নির্বাচনে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে আছে।
এছাড়াও মেয়র প্রার্থী হরিণ প্রতীকের কৃষি রেজাউল হক ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল সহ কাউন্সিলর প্রার্থীরাও নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে ব্যস্ত সময় পার করেছেন।
এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নগরীর ৩৩ টি ওয়ার্ডের ১২৮ কেন্দ্রে ভোট হবে ইভিএমে। ময়মনসিংহ সিটির ৩ লাখ ৩৬ হাজার ৪৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে। তবে বড় ধরনের কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও ভোটের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সব সময় সতর্ক অবস্থানে আছে।