স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছ। ৮ মার্চ শুক্রবার বিকাল ৪টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ফিরোজা আনোয়ার ফাউন্ডেশন।ফিরোজা আনোয়ার ফাউন্ডেশন এর সভাপতি তফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর ৪ আসনের সাংসদ মোহিত উর রহমান শান্ত। এ সময়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয় উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা,
ফিরোজা আনোয়ার ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নাসিফুজ্জামান খান প্রত্যয়,ল্যাবএইড ডায়াগনোস্টিক সেন্টার ব্রাঞ্চ ম্যানেজার খন্দকার বাকী বিল্লাহ লিমনসহ ফিরোজা আনোয়ার ফাউন্ডেশন এর অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জাকির হোসেন জুয়েল।