গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর ১নং মইলাকান্দা ইউনিয়নের কাউরাট চকবাড়ি বায়তুল জব্বার আল ইসলামিয়া মাদ্রাসার পাঁচতলা ফাউন্ডেশনের একতলা ভবন ও মাদ্রাসার উদ্বোধন এবং আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে (১০ মার্চ) এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলহাজ্ব হাফেজ মোঃ ফয়জুর রবের সভাপতিত্বে ও মাদ্রাসার খতিব মুফতি মাওলানা মোঃ জুবায়ের আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুফতি মোঃ কামাল হোসাইন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হায়দার, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ মন্ডল, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, কাউরাট বায়তুস সালাহ জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ এখলাস উদ্দিন, মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোঃ আব্দুর রশিদ, মোঃ আব্দুল মমিন, সাংবাদিক আরিফ আহম্মেদ, পিনটেক পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান হীরা, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ সুমন মিয়া, কাউরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রহমত উল্লাহ, মুফতি শাহরিয়ার কবির মিল্লাত, লিয়াকত আলী, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম মোহাম্মদ উল্লাহ, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হেলিম, মোঃ সেলিম সরকার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রুক্কু মিয়া, গিয়াস উদ্দিন, মতিউর রহমান, তাঁরা মিয়া, আব্দুল খালেক, অলিউর রহমান প্রমুখ।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন- আহবায়ক মোঃ আলী হায়দার, যুগ্ম আহবায়ক মোঃ আবু সাঈদ মন্ডল, সদস্য সচিব মুফতি মোঃ জুবায়ের আহমেদ, সম্মানিত সদস্য- আরিফ আহম্মেদ, মাহামুদুর রহমান হীরা, মোঃ সুমন মিয়া, জহিরুল ইসলাম রবিন।

এ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে মাদ্রাসার গঠনতন্ত্র প্রণয়ন, শূরা পরিষদ ও কার্যকরী কমিটি গঠন। এ ছাড়াও পরবর্তী কমিটি গঠনের পূর্ব পর্যন্ত মাদ্রাসার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণসহ সকল বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করবে এ আহবায়ক কমিটি।