ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের ধাক্কায় জজ মিয়া(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বোরবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর ঢালীপাড়ামোড়েওই ঘটনাটি ঘটে।

তার বাড়ি উপজেলার হবিরবাড়ি গ্রামে।

স্থানীয় সূত্রে জানাযায়, বাড়ি যাওয়ার জন্যে ওই স্থান দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন জজ মিয়া।

ওই সময় ময়মনসিংহগামী একটি কভার্ড ভেন তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।