মো. আবুল কালাম আজাদ : সোমবার সকালে সোনালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় প্রধান হিসেবে জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম যোগদান করেছেন। জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম সোনালী ব্যাংকের বিভাগীয় কার্যালয় ও জেনারেল ম্যানেজারস অফিসে বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার হিসেবে সাবেক বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম মোল্যার স্থলাভিষিক্ত হয়েছেন।

২৯ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন স্বাক্ষরিত দপ্তর নির্দেশের আলোকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান হিসেবে মো. রফিকুল ইসলাম যোগদান করেন। ইতোপূর্বে তিনি খুলনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ইনফরমেশন টেকনোলজি ডিভিশন এবং কার্ড ডিভিশনে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। সোমবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হক, প্রিন্সিপাল অফিসের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার, কর্পোরেট শাখার প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রধান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস এম আনছারুল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. আতাউর রহমান খান, মো. আব্দুস ছাত্তার মজুমদার নয়া বিভাগীয় প্রধান ও জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলামকে স্বাগত জানিয়েছেন। বিভাগীয় প্রধান মো. রফিকুল ইসলাম নতুন কর্মস্থলে যোগদানের পর বিভাগীয় কার্যালয়, বিভাগ নিয়ন্ত্রণাধীন কার্যালয়সমূহ, কর্পোরেট শাখাসহ সকল শাখার সকল পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে শতভাগ আন্তরিকতা ও সততার সাথে ব্যাংক স্বার্থকে সমুন্নত রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন। নয়া বিভাগীয় প্রধান হিসবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোয় তিনি একইসাথে সকল পর্যায়ের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।