কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাজার মনিটরিং এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলমাকান্দা উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জননেতা ভিপি মোশতাক আহমেদ রুহী।
এসময় উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক বৃন্দ, গন্যমান্য ব্যক্তি, বাজার ব্যবসায়ীবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।