ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দাড়িয়ারপাড় গ্রামে চিচিঙ্গা সবজি চাষে দুই কৃষকের স্বপ্ন দুর্বৃত্তদের চক্রান্তে চুরমার হয়ে গেছে।

জানা গেছে উত্তর দাড়িয়ারপাড় গ্রামের সুরুজ্জামানের ছেলে মালেক মিয়া ও একই গ্রামের আজাহার আলী ৪০ শতাংশ করে ৮০ শতাংশ জমিতে চিচিঙ্গা সবজি চাষ করে। চিচিঙ্গা সবজি চাষ পরিচর্যা করে উপযুক্ত করে তুলেন। এখন প্রতিটি গাছে চিচিঙ্গা ধরতে শুরু করেছে এই মুহুর্তে উৎপেতে থাকা দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে রোববার রাতে প্রত্যেকটি গাছ কর্তন ও ওপড়ে ফেলে দিয়ে বাগানে ক্ষয়ক্ষতি সাধিত করে। সকালে খবর পেয়ে কৃষককরা মাঠে চিচিঙ্গা গাছ কর্তন দেখে কান্নাকাটি করতে শুরু করলে এলাকাবাসী সবজির বাগান দেখতে ভিড় করে। মালেক ও আজাহার আলী আহাজারি করে বলেন আমরা প্রতিবছর এ চাষ করে সংসার চালায়। কে বা কাহারা রাতের অন্ধকারে চিচিঙ্গার গাছগুলো কর্তন করে আমাদের ৩ থেকে ৪লাখ টাকার ক্ষতি করেছেন তার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মালেক মিয়া।