প্রেস বিজ্ঞপ্তি : আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ইং উপলক্ষে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত নারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করে রাউন্ড টেবিল বাংলাদেশ।

১০ই মার্চ রবিবার টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরি৩ ডিআইজি, টুরিস্ট পুলিশ।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফুল দিয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টু̈রিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও নারী সদস্যবৃন্দ।

অতিরিক্ত ডিআইজি, টু̈রিস্ট পুলিশ, টু̈রিস্ট পুলিশে কর্মরত সকল নারীদের নারী দিবসের শুভেচ্ছা জানান, তিনি বলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ উপস্থিত ছিলেন রাউন্ড টেবিল বাংলাদেশ এর সদস্যবৃন্দ।

উলেখ্য, যে নারী দিবস ২০২৪ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেছে টুরিস্ট পুলিশ বাংলাদেশ ।