নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার বারহাট্টায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোর্ত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রমজান মাস উপলক্ষে পণ্যর দাম স্থিতিশীল রাখতে সোমবার বিকেলে শহরের গোপালপুর ও পূর্ব বাজারে পণ্যর বাজার দর মনিটরিং করে উপজেলা প্রশাসন। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোর্ত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি এ মনিটরিং অভিযান চালান। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নানা অনিয়মের দায়ে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
এ সময় বারহাট্টা থানার ওসি মো: রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ও অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।