নিজস্ব প্রতিনিধি : পরাজিত দুই প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাতে যান নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু।
প্রতিদ্ব›দ্ধী ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের বাসায় মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু।
সোমবার নগরীর কলেজ রোড এলাকায় এহতেশামুল আলমের বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন টিটু।
নবনির্বাচিত সিটি মেয়রের এমন কাজে কিছুটা অবাক হয়ে বিভেদ নিরসনের কথা জানিয়েছে এহতেশামুল আলম বলেন, রোজার পর আমরা ঐক্যবদ্ধ হয়ে দল ও নগরীর উন্নয়নের কাজ করবো।
এছাড়াও নির্বাচনে অপর পরাজিত প্রার্থী ময়মনসিংহ সিটি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাদেকুল হক খান মিল্কি টজু সাথেও দেখা করেন নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু। এসময় তারা মিষ্টি ও ফুল নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুু বলেছেন, দলকে সুসংগঠিত রাখতে ঐক্যের বিকল্প নেই। নির্বাচনে পাশ ফেল থাকবেই। এখন নির্বাচন শেষ, আমরা সকল বিবেধ ভুলে একসাথে মিলে নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্তসহ পরিকল্পিত ও উন্নত সমৃদ্ধ নগরী গড়ে তুলবো। পরাজিত দুই প্রার্থীও কাছে সহযোগীতা চেয়েছি। উনারা আমাকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত সিটি নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। পাঁচজনের মধ্যে চারজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে ইকরামুল হক টিটু ১ লাখেরও বেশি ভোটে জয়ী হন।