মোঃ সাইফুল ইসলাম বাবুল : গফরগাঁও উপজেলার উস্তি ইউনিয়নের দিয়ারগাও গ্রামের মৃত হোসেন আলীর পুত্র আবুল কালাম মুন্সির জমি থেকে পাশ্ববতী গ্রামের মোস্তফার পুত্র মিন্জু সরকার দলের প্রভাব খাটিয়ে জোড় পূবক লাখ টাকা মূলের বিভিন্ন জাতের ১০/১২ গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ করেছেন।
ভুক্তভোগী আবুল কালাম মুন্সি বলেন, আমি ১৯৮৩ সাল থেকে এওয়াজ কাওলা মুলে এ জমির মালিক হয়ে জমি ভোগকরে আসছি। কিন্তু হঠাৎ করে ১০ মার্চ রবিবার সকালে মোস্তাফার পুত্র মিঞ্জু দলবলসহ এসে এসব গাছ নিজের দাবি করে কাটতে থাকে, আমি বাধা দিলে তারা তা অমান্য করে।
এ ব্যাপারে অভিযুক্ত মিঞ্জুর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিআরএস মুলে এ জমির মালিক আমি তাই গাছ কেটে নিয়ে য়াচ্ছি।
এ নিয়ে স্থানীয় এলাকাবাসীরা জানান দুই পরিবারের মধ্যে এ জমি নিয়ে বিবাদ অনেক পুরনো। যেকোন সময় এই জমি নিয়ে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।