মুক্তাগাছা প্রতিনিধি : মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঘোগা ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রায় ২২শত উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। এসময় স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ ডা. নজরুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ঘোগা ইউপি চেয়ারম্যান মো: শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবুল, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল শাহজান সাজু, সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ আলী, ইউপি সদস্য লুৎফর রহমান সোহরাব আলী ও উপকার ভোগী হত দরিদ্র নারী ও পুরুষ।

পরে স্থানীয় সংসদ সদস্য ইউনিয়ন পরিষদ ভবনে শিশুদের নেত্বত¦ আনয়ন, মেধা বিকাশ ও শিশুদের আচরণের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে শিশু কর্ণার উদ্বোধন করেন। ওয়ার্ড ভিশন এর উদ্যোগে এ কর্ণারটি স্থাপন করা হয়। এ সময় ওয়ার্ড ভিশন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।