আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল- টিডিএস, ঢাকায় কর্মরত নারী পুলিশ সদস্যদেরকে সম্মাননা প্রদান করে রাউন্ড টেবিল বাংলাদেশ।

১০ই মার্চ রবিবার ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল এর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ময়নুল ইসলাম, এনডিসি, অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশ, কমান্ড্যান্ট, ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল - টিডিএস ঢাকা।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফুল দিয়ে ও কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় । আরও উপস্থিত ছিলেন টিডিএস ঢাকার এর উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও নারী সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় টিডিএসের অতিরিক্ত আইজিপি মোঃ ময়নুল ইসলাম বলেন, নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২৪ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘প্রান্তিক জনগোষ্ঠী সহ জীবনের সকল স্তরের নারীদের অনন্য দৃষ্টিভঙ্গি এবং অবদানকে স্বীকৃতি দিতে সবাইকে উৎসাহিত করে।’ এর আলোকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রধান অতিথি নারীদের মর্যাদা ও সমঅধিকার অর্জনের দীর্ঘ পথ পরিক্রমায় সরকারের নানা উদ্যোগ ও কার্যক্রমের কথা তুলে ধরেন। বিশেষ করে নারীদের অধিকার ও সমতা অর্জনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও অবদানের কথা উল্লেখ করেন। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।

media image
ছবি

অতিরিক্ত আইজিপি, টিডিএস টিডিএস কর্মরত সকল নারীদের নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন নারীরা এখন আর পিছিয়ে নেই, সর্বক্ষেত্রে নারীদের অবদান অপরিসীম।

রাউন্ড টেবিল বাংলাদেশ এর চেয়ারম্যান এর এজাজ মাহমুদ রনি বলেন, ঢাকা রাউন্ড টেবিল সবসময় চেষ্টা করেন এ ধরনের কার্যক্রম করতে। তিনি ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল ঢাকাকে ধন্যবাদ জানান তাদের এই কার্যক্রমে সাথে থাকার জন্য। তিনি আশা করেন আগামীতেও রাউন্ড টেবিল বাংলাদেশ এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ইং উপলক্ষে রাউন্ড টেবিল বাংলাদেশ এর পক্ষ থেকে টিডিএস কর্মরত মহিলা সদস্যদের গিফট প্রদান করেন আসিফ মাহমুদ সাকিব, মাহমুদ আল ওয়াহিদ ইশাদ, সিফাত উদ্দিন বেগ, ফাহাদ ইসলাম চৌধুরী, রায়হান আজহার প্রমুখ।

উক্ত আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ও সমন্বয় ছিল এজাজ মাহমুদ রনি, সদস্য, রাউন্ড টেবিল বাংলাদেশ।