ফুলপুর সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে পৃথক ২টি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুজনের বয়সই প্রায় আড়াই বছর।

জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামে সকাল ১০টার দিকে শিশু আবু বকর অন্যদের সাথে খেলা করছিলো। খেলার একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায় সে। কিন্তু কেউ টের পায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক ডা. সুলতানা মেহজাবীন কেয়া তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ঢাকা থেকে দাদার বাড়ি বেড়াতে এসে আড়াই বছর বয়সী জিদান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পারতলা গ্রামে মঙ্গলবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তরিকুল ইসলামের পুত্র।