নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪০ পিস ইয়াবাসহ মো: সম্রাট (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত সম্রাটকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার বিকেলে উপজেলার পূর্ব মানিককুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সম্রাট কাউলারা এলাকার মৃত আ: মান্নানের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৪০ পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।