মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙাপোতা হাওর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবককে জবাই করে হত্যার পর আগুন দিয়ে লাশের মুখ পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার বেলা দুপুরে উপজেলার তেতুলিয়া গ্রামের পূর্বদিকে ডিঙাপোতা হাওর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত ওই যুবকের বয়স ৩৩-৩৫ বছর হবে বলে ধারণা করছে পুলিশ। লাশের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হাওরে কাজের জন্য আসা স্থানীয় লোকজন এক যুবকের জবাই করা রক্তাক্ত লাশ দেখতে পায়। হত্যার পর গায়ে থাকা শার্ট-প্যান্ট খুলে তাতে আগুন লাগিয়ে ওই যুবকের মুখমণ্ডল পুড়িয়ে দেয় দূর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তেতুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য জুয়েল মিয়া বলেন, ওই যুবক আমাদের আশপাশের এলাকার নয়। কারণ এলাকার হলে মুখ পুড়ানো থাকলেও হাত-পা দেখেও চিনতে পারতো স্বজনরা। আমাদের ধারণা, অন্য এলাকা থেকে পরিকল্পনা করে ওই যুবককে এখানে এনে হত্যা করেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাত ওই যুবককে জবাই করে হত্যার পর তার পরনের কাপড় খুলে আগুন ধরিয়ে মুখমণ্ডল পুড়িয়ে দেয় হত্যাকারীরা । আঙুলের ছাপের সহায়তায় লাশের পরিচয় সনাক্তের জন্য কাজ করছে পিবিআই। লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।