নিজস্ব সংবাদদাতা :দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে আজও অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আজ বেলা ১১ টায় সানকিপাড়া বাজার ও নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।
এ সময় মূল্য তালিকা প্রদর্শন ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি এবং সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোঃ জাবেদ ইকবাল, পেশকার মোঃ নাজমুল হক এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, রজামানে প্রতিদিন বাজার মনিটরিং করছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।