ফুলপুর সংবাদদাতা : এসএসসি পরীক্ষাশেষে বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মায়ের কাছে আর ফেরা হলো না মিফতাফ আহমেদ হিমের। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

জানা যায়, এসএসসি পরীক্ষা শেষ করে অবসর সময়ে সমবয়সী বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না ধরে হিম (১৫)। পরে শুক্রবার দুপুরে ঘুরতে যায় সে। ফেরার পথে সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফুলপুর উপজেলার বওলা সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় হিম।

মিফতাফ আহমেদ হিম তারাকান্দার মানিকদির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ মিলন ও গোহালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মৌসুমী সুলতানার একমাত্র পুত্র। হিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।