কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক বেসরকারি সংস্থা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে পবিত্র রমযান উপলক্ষে হত দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মার্চ) উপজেলার আদর্শ শিশু বিতান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসারের সুপার ভিশন ও তত্ত্বাবধানে ৩৩০ জন ভাগ্যাহত অসহায় মানুষের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২কেজি চিনি, ২লিটার ভোজ্য তেল ও ২ কেজি ছোলা বুট।

সেবা গ্রহণকারী নারী রিনা আক্তার (৬০) ও মিনা আক্তার (৫৫) জানায়, দুজনেই অসহায় ও বিধবা। তারা কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের বাসিন্দা। রোজার মাসে এই খাদ্য সামগ্রী পেয়ে তারা অনেক খুশি ।

যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, আমরা ৪টি জেলার ৮ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, আমরা প্রথমে দেখি, কোন বেসরকারি সংস্থার এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন আছে কিনা। তারপর উপজেলা প্রশাসনের সুপার ভিশনে খুব সতকর্কতার সাথে ভুক্তভোগী সিলেকশন ও যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়।