সিরাজুল ইসলাম আতশি : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
১৭ই মার্চ রবিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করা হয়। প্রথমে ইটনা উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন, পরে মুক্তিযোদ্ধগণ বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন পর উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তররে কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তি, এলাকার গন্যমান্য ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন ইটনা উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ মনিরুজ্জামান, রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ ইসলাম উদ্দিন, ইটনা উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর (খসরু), ইটনা উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর, ইটনা থানা অফিসার ইনচার্জ জাকির রব্বানি প্রমূখ।
বক্তাগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণকারী শ্রেষ্ট শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ইটনা উপজেলা এর আয়োজনে কোরআন খতম আলোচনা সভা সহ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনের কার্যক্রম শেষ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইটনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।