ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু কিশোরদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।

ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, ওসি মাজেদুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার নীলুফার হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আব্দুল হাদি, ছাত্রলীগ নেতা সোহাগ প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।