পূর্বধলা সংবাদদাতা : “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে” শ্লোগানে নেত্রকোণার পূর্বধলায় রবিবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হামদ নাত, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।

পূর্বধলা জেলা পরিষদ অডিটরিয়ামে কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান’র সভাপতিত্বে কৃষি উপ-সহকারি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান সবুজে’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা খাতুন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এমদাদুল ইসলাম বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মাসুদ প্রমূখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।