ফুলবাড়ীয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনাতেপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সারওয়ার জাহান সুমন (৪২) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। শনিবার রাতে এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও রঙেরধারা এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
রোববার গ্রেপ্তারকৃত মাদকবিক্রেতা যুবলীগ নেতা সারওয়ার জাহান সুমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে। ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহা. রাশেদুজ্জামান জানায়, ইয়াবাসহ তাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।