গৌরীপুর প্রতিনিধি : জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পেট্রা প্রোডাক্টের সৌজন্যে আয়োজিত এ প্রতিযোগিতার বিষয় ছিল 'ক' গ্রুপ- জাতীয় পতাকা, 'খ' গ্রুপ- জাতীয় ফুল শাপলা ও 'গ' গ্র“প- মুক্তিযুদ্ধের দৃশ্য।

চিত্রাংকন শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল মুন্সীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফ আহম্মেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, পেট্রা প্রোডাক্ট এর প্রতিনিধি রোজি, ছাত্র অভিভাবক সাহিনা আক্তার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা খানম মীনা প্রমুখ।

বিচারকমন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী ক গ্র“পে বিজয়ী হয়েছে মাঈন ইসলাম লাবীব, মাহাদী হাসান, আব্দুল্লাহ মুহাম্মদ আরাফ মল্লিক, খ গ্র“পে ফাতিহা বিনতে মালেক নাবা, আনিতা আহমেদ, সাদিয়া জাহান পিউ, গ গ্র“পে হোমায়রা তাসনিম আসফি, সুজানা রহমান নাবা, তানভীর রহমান আলিফ। বিজয়ীদের পেট্রা প্রোডাক্ট এর পক্ষ থেকে ক্রেস্ট এবং চাইল্ড ফেয়ার স্কুলের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের সান্ত্বনা পুরষ্কার দেয়া হয়েছে।