স্টাফ রিপোর্টার: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় ও ময়মনসিংহ সদর-৪ আসনের সাংসদ মোঃ মোহিত উর রহমান শান্ত’র সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা সরকার মোঃ সব্যসাচীর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মার্চ রবিবার সকালে নগরীর দক্ষিণ চরকালীবাড়িস্থ মাদ্রাসায় এ চিত্রাংকন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর বিষয়ে আলোচনাসভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরন করা হয়।