কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সোহেল মিয়া নামে এক মাদককারবারিকে এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্ত সোহেল মিয়া (৩৫) উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে বাসিন্দা ও চাঁন মিয়ার এর ছেলে।
জানা গেছে, রোববার বিকেলে কলমাকান্দা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজ এলাকায় থেকে মাদক সেবনরত অবস্থায় মাদকদ্রব্যসহ সোহেল মিয়াকে আটক করে।
পরে পুলিশ আটককৃতকে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম এর আদালতে সোহেল মিয়াকে হাজির করলে অবৈধ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সেবন করে জনশৃংখলা বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর (৫) ধারায় তাকে এক বৎসর বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ২ হাজার টাকা মাত্র অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, দণ্ডপ্রাপ্ত সোহেল মিয়াকে রোববার সন্ধ্যায় নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।