নান্দাইল প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে সোমবার (১৮ মার্চ) 'শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক ও নাগরিক সমাজের করণীয়' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পিএফজি নান্দাইল উপজেলা শাখার আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির।
বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রেণু, অধ্যক্ষ মো. রুহুল আমীন ভূইয়া, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সাবেক ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার রিপা, জাসদ সভাপতি আব্দুল হান্নান আল আজাদ, শিক্ষুকা বাবলী দাস, তাহমিনা বেগম রানী, সাবেক ছাত্রলীগের সভাপতি জামাল আকন্দ, সাংবাদিক শামছ ই তাবরীজ রায়হান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রিজিওনাল কো অর্ডিনেটর জয়ন্ত কর প্রমুখ।
বক্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন রাজনৈতিক প্রভাবমুক্ত পেশীশক্তির ও অবৈধ অর্থের ব্যবহার বন্ধ এবং অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করেন এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মিলিতভাবে ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর অরবিন্দ পাল অখিল।