অনলাইন ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দায় জমিসংক্রান্ত মারামারির ঘটনায় কামারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল আমিন ভাগ্নের হাতে খুন হয়েছেন বলে জানা গেছে। নিহত নূরুল আমিন (৪৫) উপজেলার কামারগাঁও ইউনিয়নের জাবেদ আলীর পুত্র।

জানা যায়, ১১ মার্চ নূরুল আমিন ও তার বোন আম্বিয়া খাতুনের মধ্যে চলাচলের রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল আমিনের ভাগ্নে আশিক মিয়া (২৫) উত্তেজিত হয়ে তার মামা নুরুল আমিনকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় নুরুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকৎসক তাকে ঢাকায় রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে এখনো কোন আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। চেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে।