দুর্গাপুর সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুরে সাগর মিয়া নামে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) সকালে পৌর শহরের তেরীবাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানা পুলিশ। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।

তিনি জানান, ২০২২ সালের নভেম্বর মাসে এক মাদক মামলায় সাগর মিয়াকে এক বছরের দণ্ডপ্রাপ্তসহ ৫০০ টাকা অর্থদণ্ড অনাদয়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দেওয়া হয়। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. তাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স তাকে তেরীবাজার এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।