দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে নেশা জাতীয় ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৮মার্চ) রাতে দুর্গাপুর ইউনিয়নের বারোমারী গ্রামের ফজলুল হকের বাড়ীর পাশের ব্রিজের উপর থেকে টাপেন্টাডল ট্যাবলেট সহ তাঁকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম জসিম মিয়া(২১)। তিনি দুর্গাপুর ইউনিয়নের বারমারী (লক্ষীপুর) গ্রামের আব্দুল ছালামের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়,সোমবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের

বারমারী গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের ফজলুল হকের বাড়ীর পাশের ব্রিজের উপর থেকে জসিম মিয়া (২১) আটক করা হয়। পরে তাঁর কাছে থেকে নেশা জাতীয় ইয়াবার বিকল্প ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ জসিম মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। আটককৃতকে মঙ্গলবার সকালে আদালতে সোর্পদ করা হয়।