নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় মুক্তাগাছা উপজেলার ৬০ জন কৃষক কৃষাণী এতে অংশ নেন। কৃষি সম্প্রসারন অধিদপ্তর মুক্তাগাছা এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।