ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় গোয়াতলা ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের এর সভাপতি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার গোয়াতলা বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্যোগে আয়োজিত মানবন্ধনে লাক মিয়া হত্যার দুষিদের ফাঁসির দাবি জানানো হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন লাক মিয়ার বাবা আঃ হাই,বড়ভাই,জজ মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার।

এসময় উপস্থিত ছিলেন, মিলন তালুকদার, সোহেল মিয়া, মোহন চন্দ্র বর্মন, জাহিদ হাসান রুহুল, সারোয়ার জাহান, শরিফ মিয়া প্রমূখ।

উল্লেখ্য,গত শুক্রবার দিবাগত রাতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে চিনির ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে গোয়াতলা ইউনিয়ন শেখ রাসেল পরিষদ এর সভাপতি লাক মিয়াকে হত্যা করা হয়।